শিরোনাম
এপ্রিল/২০২৩ মাসের উঠান বৈঠক।
বিস্তারিত
এপ্রিল/২০২৩ মাসের ০২ টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয় যথাক্রমে ১৬/০৫/২০২৩ ও ১৭/০৫/২০২৩ তারিখে। বৈঠক গুলোতে রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব প্রীতি লতা বর্মন, সহকারী কমিশনার ভূমি ও জনাব নুরুজ্জামান হাবীব,উপজেলা মাধ্যমিক অফিসার নিকলী,কিশোরগঞ্জ এবং জনাব দুর্গা রানী সাহা,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অফিসার এবং তথ্যআপার কর্মীবৃন্দ।উক্ত বৈঠকে আলোচ্য বিষয়ঃ ০১. শিক্ষায় আলোকিত নারী শিক্ষায় আলোকিত সমাজ। ০২. নারী ও শিশু নির্যাতন করনীয়। এছাড়া প্রতিটি উঠান বৈঠকে জাতীয় জরুরী নম্বরসমূহ, তথ্যকেন্দ্রের সেবাসমূহ আলোচনা করা হয়।